ইঁদুর মারার বিষ দিয়েছিলামপুলিশ : আপনার স্বামী মারা গেলেন কী করে? স্ত্রী : জানি না স্যার! হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই বললেন, ‘জলদি কিছু দাও পেটে ইঁদুর দৌড়াচ্ছে।’ তাই আমি ইঁদুর মারার বিষ দিয়েছিলাম। পুলিশ : তারপর!স্ত্রী : ব্যস, উনি তারপর থেকে আর উঠছেন না।
Advertisement
****
ওকে নিয়ে পালাবোশিক্ষক : টেন্স কত প্রকার ও কী কী?ছাত্র : স্যার, টেন্স তিন প্রকার। যথা- ১. পাস্ট টেন্স, ২. প্রেজেন্ট টেন্স, ৩. ফিউচার টেন্সশিক্ষক : বাহ! খুব ভালো। এবার উদাহরণ দিয়ে বোঝাও! ছাত্র : ১. কাল আপনার মেয়েকে দেখেছিলাম ২. আজ ওকে ভালবাসি ৩. আগামীকাল ওকে নিয়ে পালাবো।
****
Advertisement
বাঁ পায়ের বয়সও একই চিকিৎসক : আপনার ডান পায়ের ব্যথাটা বেশি বয়সের কারণেই হয়েছে। বদরুদ্দিন : আমাকে কি আপনি বোকা পেয়েছেন ডাক্তার? আমার বাঁ পায়ের বয়সও একই।
****
মৃতরা কথা বলে না দোকানদার : আজ দশ বছর হলো আমি ওষুধ বিক্রি করছি। কেউ কোনো দিন অভিযোগ করেনি। আপনার মুখেই এই প্রথম অভিযোগ শুনছি। ভাবনা : ভুলে যাচ্ছেন কেন, মৃতরা কোনো দিনও অভিযোগ করতে পারে না।
এসইউ/জেআইএম
Advertisement