দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে দিরাই উপজেলা সদর থেকে ছেড়ে আসা একটি ট্রাক গাগলী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের ধাক্কা লাগে। এসময় ট্রাকটি খাদে পড়ে গিয়ে ২ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।নিহতরা হলেন, ছাতক উপজেলার পোরাংকু গ্রামের ওসিউর রহমান (৭০) ও নেপুর আহমদ (৩০)। আহতরা হলেন পোরাংকু গ্রামের ফজলুল করিমের ছেলে আলী আহমদ (৩০), আয়েত আলীর ছেলে রফিক মিয়া (২৮) ও সোনাবর আলীর ছেলে সমর মিয়া (২৮)। অজ্ঞাত আরো দু`জন।দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন র্দুঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকে চড়া শ্রমিকরা সবাই ধান কাটার জন্য এসেছিলেন। ধান কাটা শেষ হওয়ায় তারা ট্রাকে চড়ে ছাতক যাওয়ার পথে এ র্দুঘটনাটি ঘটে।এমজেড/আরআইপি
Advertisement