প্রবাস

মিলানে শ্রমিক দিবসে র‌্যালি ও সমাবেশ

‘লাভোরাতোরিও দেল মোনডো উনিতিভি’ (দুনিয়ার মজদুর এক হও) স্লোগানে সারা বিশ্বের মতো ইতালিতে মিলানেও পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।

Advertisement

সোমবার বাংলাদেশি কমিউনিটির পক্ষে মিলান বাঙলা প্রেসক্লাব ইতালি এবং শিকড় সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন লত্তা কমোনিস্তার প্রেস সচিব এসতেফানো কোরসেততি ও প্রবাসী নেতারা।

এরআগে বাংলায় লেখা ব্যানার নিয়ে মিলান বাঙলা প্রেসক্লাব ইতালির সভাপতি সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার, শিকড়ের সাধারণ সম্পাদক তুহিন মাহমু্দের নেতৃত্বে র‌্যালি বের হয়। এতে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ও বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ নেন।

Advertisement

সমাবেশে প্রায় ৫০টি দেশের হাজারো প্রবাসী শ্রমিক জনতা অংশগ্রহণ করে। র‌্যালিটি পর্তা ভেনিসিয়া থেকে শুরু হয়ে সানবা ভিলাতে এসে শেষ হয়।

পরে সমাবেশে বক্তারা শ্রমিকের ন্যায্য দাবি পূরণের আহ্বান ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদ জানান।

এমআরএম/এসআর/পিআর

Advertisement