খেলাধুলা

টেস্টে সেরা দশ টাইগার ব্যাটসম্যান

পাকিস্তানের বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা ২০৬ রানের ইনিংস খেলে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন তামিম ইকবাল। এবার জেনে নেওয়া যাক তামিমের পরে কারা।  টেস্টে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকাটা তাহলে জেনে নেওয়া যাক।দশম- শাহরিয়ার নাফিস ১৩৮। ২০০৬ সালে এই টেস্টে প্রতিপক্ষ ছিলো অস্ট্রেলিয়া।নবম- সাকিব আল হাসান ১৪৪। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রানের ইনিংসটি খেলেন।অষ্টম- আমিনুল ইসলাম বুলবুল ১৪৫। বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ভারতের বিপক্ষে ২০০০ সালে ইনিংসটি খেলেন।সপ্তম- ইমরুল কায়েস পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে খুলনা টেস্টে ১৫০ রানের ইনিংসটি খেলেন। এটি তার ক্যারিয়ার সেরা রান।ষষ্ঠ- ভারতের বিপক্ষে ২০১০ সালে তামিম ইবালের করা ১৫১ রানের ইনিংসটি বাংলাদেশের টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ।পঞ্চম- বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ২০০৪ সালে ভারতের বিপক্ষে ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।চতুর্থ- ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলেন মুমিনুল ইসলাম। ইনিংসটির অবস্থান চতুর্থ স্থানে।তৃতীয়- আবারো আশরাফুল। ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে খেলেন ১৯০ রানের ইনিংস।দ্বিতীয়- বাংলাদেশ দলের বর্তমান টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে ২০০ রানের একটি ইনিংস খেলেন। মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিশতক করেন।প্রথম- তামিম ইকবাল। ২০৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংসটি বাংলাদেশ দলের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান।এমআর/আরআইপি

Advertisement