শুধুমাত্র পেশাদারি আঁকাআঁকি নয়, শখের বশেও অনেকে রঙ, তুলি, আর্ট পেপার কিংবা পেন্সিল হাতে তুলে নেন। তবে প্রযুক্তির অগ্রযাত্রায় সেই জায়গাটি দখল করে নিচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট। এই ট্যাবলেটের মাধ্যমে একদিকে যেমন আঁকাআকি সরাসরি ডিজিটাল রুপান্তর হচ্ছে, অন্যদিকে রঙ, তুলি কিংবা আর্ট পেপার নষ্ট বা শেষ হওয়ার ভয় থাকছে না। শখের বশে আঁকাআঁকি হলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাবে মুহুর্তেই, আর পেশাদারিত্বে ক্ষেত্রে যথাযথ উপায়ে যথাযথ স্থানে! শখ কিংবা পেশা, একইসাথে বাজেটের কথা চিন্তা করে প্রায় ৭০টি মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গ্রাফিক্স ট্যাবলেট বাজারে এনেছে তথ্যপ্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম। সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দামের হুইন, ওয়াকম, আর্টিসুল ও এক্সপি-পেন ব্র্যান্ডের গ্রাফিক্স ট্যাবলেট পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানটিতে। আরএম/জেএইচ
Advertisement