রাজনীতি

মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করার অধিকার বিএনপির নেই : খাদ্যমন্ত্রী

মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করার কোন অধিকার বিএনপি নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর মিলনায়তনে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।এসময় খাদ্যমন্ত্রী বলেন, সুস্থ্ ধারার রাজনীতি করা সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিএনপি রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারছে। তাই মানুষ পুড়িয়ে মারার কোন অধিকার বিএনপির নেই।গত তিন মাসে বিএনপি আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা অসংখ্য স্কুল আগুনে পুড়িয়ে দিয়ে বাংলাদেশেকে মেধাশূন্য করে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছে। পদ্মা সেতু প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেছি, আমরা স্বপ্ন দেখছি ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে। এসময় খাদ্যমন্ত্রী বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ এবং ২০২১ সালের মধ্যে বাংলদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হবে।রোটারিয়ান মো. আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।প্রতিনিধি/এসএস/পিআর

Advertisement