ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশন উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানা পুলিশ নারায়গঞ্জ জেলার রুপগঞ্জ থেকে শনিবার সকালে তাদের আটক করে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় রূপগঞ্জ এলাকা থেকে সকালে এক নারীসহ দুজনকে আটক করা হয়। ঢাকায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ফারুকী হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যার ঘটনার তথ্যের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।গোয়েন্দা সূত্র জানায়, ফারুকী হত্যার পর থেকে এক নারী আলোচনায় এসেছেন। তিনি ফারুকীর সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন। ঘটনার পর তিনি রুপগঞ্জে এক স্বজনের বাড়ি গিয়ে আত্মগোপনে ছিলেন। পুলিশ তার মোবাইলের সূত্র ধরে তাকে আটক করেছে। এ সময় আরও একজনকে আটক করা হয়।নুরুল ইসলাম ফারুকীকে গত বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, চ্যানেল আইয়ের উপস্থাপক, ইসলামিক মিডিয়া জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান ও ফারুকী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এমডি ছিলেন।
Advertisement