খেলাধুলা

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া

দু’দিন আগেই আইসিসি সভা শেষে দেশে ফিরে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত হওয়ার কথা। আলোচনায় তখন আসে, তারা কী বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন জানালেন, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার যে প্রতিক্রিয়া তারা পেয়েছেন তাতে তারা সন্তুষ্টই।

Advertisement

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন বলেন, ‘অস্ট্রেলিয়া আমাদের দেশে সফর নিশ্চিত করেছে। ঈদ-উল আযহার আগে বাংলাদেশে আসবে। ঈদের আগে একটা ও পরে একটা টেস্ট খেলবে। ইংল্যান্ড দল যখন বাংলাদেশ সফর করেছে তখন অস্টেলিয়া ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারল বাংলাদেশে এসে আমাদের নিরাপত্তার আয়োজন সশরীরে দেখে গেছেন। তার ভিত্তিতেই কিন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের যে ফিডব্যাক এসেছে তাতে আমরা আশাবাদী।’

ঠিক কি মানের নিরাপত্তা অস্ট্রেলিয়াকে দেয়া হবে জানতে চাইলে সুজন বলেন, ‘ক্যারল যখন এসেছিলেন তখন ভেন্যু, হোটেল পরিদর্শন করে বাংলাদেশ পুলিশ ডিএমপির সাথে কথা বলেছিলেন। তার কথাতেই অস্ট্রেলিয়া রাজী হয়েছে। আমরা তাদের বলেছি ইংল্যান্ডকে যেমন নিরাপত্তা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকেও একই নিরাপত্তা দেওয়া হবে।’

চলতি বছরই আগস্টের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা থাকলেও, ঠিক কত তারিখে তারা ঢাকায় এসে পৌঁছাবেন, তা জানাতে পারেননি সুজন। আগামী কয়েকদিনের মধ্যে দুই বোর্ড আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি, ‘দুই বোর্ড যখন বসে চূড়ান্ত আলোচনা করবে তখন আমরা শিডিউল জানাবো। এ মুহূর্তে সঠিক তারিখ বলতে পারছি না।’

Advertisement

আরটি/আইএইচএস/জেআইএম