ধর্ম

সেহরি ও ইফতারের সময়সূচি

আসন্ন রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে প্রথম রমজান পালিত হবে।

Advertisement

রোববার ফাউন্ডেশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নিজামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বি. দ্র. সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। অতএব সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

*চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

Advertisement

এমইউ/জেএইচ/পিআর