তথ্যপ্রযুক্তি

বাজারে আসছে গুগলের বায়ুচালিত ড্রোন (ভিডিও)

বিশ্বের সর্ববৃহৎ ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল জিনিসপত্র আনা-নেয়ার জন্য বায়ুচালিত ড্রোন আনার কথা ভাবছে। ইতিমধ্যে কোম্পানিটি ওই ড্রোনের প্রাথমিক সংস্করণ (ভার্সন) তৈরি করেছে এবং বৃহস্পতিবার তার পরীক্ষা চালানো হয়েছে।গুগলের ওয়েবসাইটে বলা হয়েছে, রিমোট নিয়ন্ত্রিত এই বিমানের মাধ্যমে সংসারের টুকিটাকি জিনিস আনা-নেওয়া করা যাবে। সেটা চকলেট কিংবা ওষুধের মতো যাই হোক না কেন। তবে এর একটি পরিপূর্ণ সংস্করণ, অর্থাৎ যা দিয়ে প্রতিদিন বেশ কয়েকবার কিছু জিনিস আনা-নেওয়া করা যায় এমন, তৈরি করতে কয়েক বছর সময় লাগতে পারে।কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিক সংস্করণে ড্রোনে থাকছে ১ দশমিক ৫ মিটার প্রশস্ত একটি উইংস্প্যান। পূর্ব থেকে নির্ধারিত রুটে বিমানটি চলাফেরা করতে পারবে। এ ছাড়া বিমানটিতে থাকছে রটারর্স। যার ফলে এটি খাড়াভাবে উড়তে ও নামতে পারবে। তাছড়া আসল বিমানের মতো থাকছে পাখাও।গুগলের ওয়েবসাইটে প্রাথমিক সংস্করণের যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গেছে, বিমানটি ৪০ মিটার উপর দিয়ে উড়ে এক কৃষকের বাড়ি যায়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ওই বাড়িতে গিয়ে একটি চকলেট বার ফেলে দেয় বিমানটি।গুগলের মুখপাত্র রায় গোবার্গ জানান, খুব শিগগির এটি বাজারজাত করার পরিকল্পনা আছে। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, নিজে থেকে উড়তে সক্ষম এ ড্রোনটি হবে সস্তা, দ্রুতগতিসম্পন্ন এবং মিতব্যয়ী। সূত্র: ফক্স নিউজ, রয়টার্স।

Advertisement