অনুশীলন ম্যাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনদিন কোমায় থাকার পর না ফেরার দেশে চলে গেলেন বেলজিয়ামের অনূর্ধ্ব ২১ দলের সাবেক ফুটবলার গ্রেগরী মের্টেন্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।এর আগে সোমবার নিজ ক্লাব লোকেরেনে অনুশীলন ম্যাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন মের্টেন্স। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর চিকিৎসক জানান কোমায় চলে গেছেন তিনি। পরে লাইফ সাপোর্টে রাখা হয় ২৪ বছর বয়সী এই ফুটবলারকে।তবে, বৃহস্পতিবার তার পরিবারের অনুমতি নিয়ে লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। পরে দায়িত্বে থাকা চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।এমআর/আরআই
Advertisement