আন্তর্জাতিক

ইসরাইলকে মোটা অংকের অর্থ দিচ্ছে আমেরিকা

ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য ৪৭ কোটি ৪০ লাখ ডলার অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তেল আবিবের আয়রন ডোম ক্ষুদ্র পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ডেভিড’স শ্লিং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দ্যা অ্যারো নামের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য এ অর্থ বরাদ্দ করে পরিষদের আর্মড সার্ভিস কমিটি।অর্থ বরাদ্দের এ বিলটি এখন সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া ইসরাইলকে সুড়ঙ্গ ধ্বংসের অস্ত্রের উন্নয়নের লক্ষ্যে গবেষণা চালানোর জন্য অর্থ বরাদ্দ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এ খাতে ২৬ কোটি ৭৬ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে।অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকার সুড়ঙ্গ যে, তেল আবিব ও ওয়াশিংটনের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠেছে তাই ফুটে উঠেছে এ অর্থ বরাদ্দের মধ্য দিয়ে। ইহুদিবাদী ইসরাইলের কঠোর নিষেধাজ্ঞা কবলিত জনপদটির নিত্য ও প্রয়োজনীয় পণ্য আনার কাজে সুড়ঙ্গ পথের ব্যাপক ব্যবহার করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।এছাড়া ইহুদিবাদী ইসরাইলের সামরিক আগ্রাসন ঠেকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ সব সুড়ঙ্গ। সুড়ঙ্গ পথে চালানো ফিলিস্তিনি হামলা ইহুদিবাদী সেনাদলের মধ্যে ত্রাস সৃষ্টি করেছিল।বিএ/আরআই

Advertisement