দেশজুড়ে

বাগেরহাটে বনদস্যুর দু`চোখ তুলে পুলিশে সোর্পদ

সুন্দরবনের বনদস্যু শুকুর আলীকে (৪০) আটকের পর তার দুই চোখ তুলে ফেলেছে স্থানীয় জনগণ। শুক্রবার রাত ১টার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার চাকশ্রী এলাকায় বাজারে এলে জনতা তাকে ধরে ফেলে। পরে চাকশ্রী বাজার এলাকায় আটকে রেখে তার দুই চোখ উপড়ে ফেলা হয়। শনিবার সকালে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। শুকুর আলী রামপালের বারইপাড়া গ্রামের দলিল উদ্দিদ হাওলাদারের ছেলে।রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফকির আবদুল্লাহ জানান, গত ২৮ এপ্রিল রাতে ব্রীচাকশ্রী এলাকায় বনদস্যু শুকুর তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তবে গুলি লক্ষভ্রষ্ট হওয়ায় তাকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়। এসময় ঘটনাস্থল থেকে ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গুলি করে তড়াতাড়ি পালানোর সময়ে বনদস্যু শুকুরের ব্যবহৃত মোবাইল সেটটিও ঘটনাস্থলে পড়ে যায়। পরে রামপাল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।তিনি আরও জানান, শুক্রবার রাত ১টার দিকে মটরসাইকেলযোগে বনদস্যু শুকুর রামপালের চাকশ্রী বাজার এলাকা থেকে যাবার সময়ে জনতা তাকে ধরে ফেলে। পরে তার দুই চোখ তুলে পুলিশে দেয়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান,  শুকুর আলী এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। জনতার হাতে শুকুর ডাকাত আটক হয়েছে এ খবর শুনে তিনি চাকশ্রী বাজারে গিয়ে আহত অবস্তায় শুকুরকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য রামপাল ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়।এসএস/পিআর

Advertisement