আন্তর্জাতিক

ঈশ্বরের নামে সহিংসতা হতে পারে না : পোপ ফ্রান্সিস

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস মিসরে ঝটিকা সফর গিয়ে বলেছেন, ঈশ্বরের নামে সহিংসতা করা যাবে না। শান্তিবিরোধী সব সহিংসতা শুধুমাত্র চরমপন্থাকে উস্কে দিতে পারে। সব ধর্মের আলোচনার ওপর ভবিষ্যৎ নির্ভর করে।

Advertisement

চলতি মাসে দেশটির দুটি গির্জায় জঙ্গি হামলায় ৪৫ জন নিহতের পর ২৭ ঘণ্টার সফরে শুক্রবার মিসরে পৌঁছেছেন তিনি। গত বছরের ডিসেম্বরে দেশটির একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ২৯ জন নিহত হয়। এই গির্জা পরিদর্শন করেছেন পোপ।

কপটিক খ্রিস্টান নেতা দ্বিতীয় পোপ তাওয়াদোরসের সঙ্গে রাজধানী কায়রোর সেন্ট পিটার এবং সেন্ট পল গির্জার অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। পোপ ফ্রান্সিস এমন এক সময়ে মিসর সফর করছেন; যখন কপটিকরা চরমপন্থীদের হুমকির মুখে রয়েছেন।

মাত্র তিন সপ্তাহ আগে মিসরের একটি কপটিক গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ৪৫ জন নিহত হয়। পোপ ফ্রান্সিস সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ঈশ্বরের নামে এমন কোনো কাজ করা যাবে না, যেটা তার সঙ্গে বেমানান।

Advertisement

সুন্নি ইসলামিক শিক্ষার অন্যতম স্থান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টান-মুসলিম সংলাপের উন্নতি বিষয়ক আলোচনায় বক্তৃতা দেয়ার সময় পোপ জানান, ধর্মীয় নেতাদের দায়িত্ব এ ধরনের সহিংসতার মুখোশ উন্মোচন করা।

দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি’র সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পোপ জানিয়েছেন, তিনি শান্তিদূত হিসেবে মিসরে ভ্রমণ করছেন। তার সফরের আগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (অাইএস) মিসর শাখা থেকে হুমকি দিয়ে বলা হয়, পোপ তাদের পছন্দের শিকার।

সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিদের হাতে সাতটি হত্যাকাণ্ডের পর কয়েক শ’ মিসরীয় খ্রিস্টান চলতি বছরের শুরুর দিকে উত্তর সিনাই থেকে পালিয়ে যায়।

সূত্র : বিবিসি, ইজিপশিয়ান স্ট্রিট।

Advertisement

কেএ/এসআইএস/এমএস