জাতীয়

শাহজালালে ৪০ স্বর্ণের বারসহ দুই নারী অাটক

শরীরের বিশেষ স্থানে করে বিশেষভাবে লুকিয়ে স্বর্ণের ৪০টি বার নিয়ে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা খেলেন দুই নারী। তাদের আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

Advertisement

আটককৃতরা হলেন পতেঙ্গার গার্মেন্টস কর্মী জেসমিন আক্তার (৩৫) ও পারভীন আক্তার (২৬)। শুল্ক গোয়েন্দার একটি দল আজ শনিবার সকাল ৯টার দিকে ওই স্বর্ণের বারসহ তাদের আটক করে।

শুল্ক গোয়েন্দা সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) এনামুল হক জাগো নিউজকে বলেন, মাস্কাট থেকে আগত ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ডোমেস্টিক যাত্রী হিসেবে ঢাকায় আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টায় তাদের শরীর তল্লাশি করে শুল্ক গোয়েন্দারা। তাদের শরীরের বিশেষ স্থানে এই স্বর্ণ লুকিয়ে আনা হয়। শুল্ক গোয়েন্দা দল তাদের চ্যালেঞ্জ করলে ওই স্বর্ণ বের করে দেন তারা।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। দাম প্রায় ২ কোটি ৪০টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

জেইউ/জেডএ/এমএস