প্রবাস

মে দিবসে পর্তুগালে অবৈধ অভিবাসীদের অান্দোলনের ডাক

মহান মে দিবসে পর্তুগালে কর্মরত সকল অভিবাসী শ্রমিকদের নিয়ে দাবি অাদায়ে ও অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে অান্দোলনের ডাক দিয়েছে অভিবাসীদের সংগঠন ‘সলিদারিটি ইমিগ্রান্টস’।

Advertisement

পহেলা মে (সোমবার) বেলা ২টা থেকে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মুনিজ এলাকার সেন্ট্রাল কমার্শিয়াল মুরারিয়া`র সামনে সকল অবৈধ অভিবাসীদের বৈধতা ও অভিবাসন কার্যালয়ের নানা অনিয়মের প্রতিবাদ জানাতে একসাথে জড়ো হয়ে অান্দোলনে যোগ দিতে অাহ্বান জানিয়েছে ‘সলিদারিটি ইমিগ্রান্টস’।

সকল বাংলাদেশিদের এই অান্দোলনে যোগ দেয়ার অাহ্বান জানিয়ে পর্তুগালে বাংলাদেশের কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, অধিকার এমনি এমনি অাদায় করা যায় না কিংবা কেউ ঘরে এনে দেয় না। যুগে যুগে সময়, ঘাম ও রক্তের মাধ্যমে অধিকার আদায় হয়েছে। আমরাও আমাদের নায্য অধিকার আদায়ের জন্য পর্তুগালের স্বাধীনতা দিবসে, গণতন্ত্র মুক্তি দিবসে, গণ মানুষের অধিকার আদায়ের দিবসে রাজপথে এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য।

তিনি আরও বলেন, মে দিবসে মারতিম মনিজে আসুন একত্র হই, আসুন স্লোগান দেই, আসুন আমাদের অধিকার আদায়ে সোচ্চার হই।

Advertisement

এআরএস/এমএস