কম্বোডিয়ান অভিনেত্রী ডেনি কোয়ানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তার বিরুদ্ধে বেশি আবেদনময়ী হওয়ার অভিযোগ আনা হয়েছে। খবর ডেইলি মেইলের।
Advertisement
২৪ বছর বয়সী এই অভিনেত্রী ইতোমধ্যে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ফেসবুক তার প্রায় ৩ লাখ ফলোয়ার রয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে ডেনি বলেছেন, কম্বোডিয়ার অনেক আবেদনময়ী অভিনেত্রী রয়েছেন। কেউ কেউ আমার চেয়ে অনেক বেশি আবেদনময়ী। তারা যৌন উত্তেজক দৃশ্যে অভিনয়ও করেন।
নিষিদ্ধ করার আগে কম্বোডিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় ডেকেছিল ডেনিকে। তখন তাকে পোশাক-আশাকের বিষয়ে বেশ কিছু উপদেশ দেয়া হয়েছিল। তবে সেসব আমলে নেননি ডেনি। ডেনির ভাষ্য, তিনি কী পোশাক পরবেন বা পরবেন না তা একান্ত তার নিজের বিষয়।
Advertisement
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফেসবুকে খোলামেলা ছবি দিয়ে বেশ জনপ্রিয় হয়েছিলেন ডেনি। তবে নিষেধাজ্ঞার কারণে এখন আর ১২ মাস কোনো শুটিংয়ে যোগদান করতে পারবেন না তিনি।
কম্বোডিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দাবি- দেশে সুস্থ পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এনএফ/এমএস
Advertisement