তারকাভর্তি টাইটানিক বললেও ভুল বলা হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটিতে ক্রিস গেইল আর এবি ডি ভিলিয়ার্সের মত বিশ্বের ভয়ঙ্করতম দুই ব্যাটসম্যানের সমাহার।
Advertisement
আছেন স্যামুয়েল বদ্রি, ট্রাভিস হেডের মত বিদেশি সেরা ক্রিকেটাররা। কেদার যাদব, মানদিপ সিংয়ের মত স্থানীয় পারফরমার। তবুও সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের কাছে ১৩.৫ ওভারেই ৭ উইকেটে বিধ্বস্ত হতে হলো বেঙ্গালুরুকে।
নিজেদের মাঠ এম চিন্নাস্বামীতে টস হেরে ব্যাট করতে নেমে গুজরাটের বোলারদের তোপের মুখে পড়ে বেঙ্গালুরুর ব্যাটসম্যাসরা। গেইল আউট হন ১১ বলে ৮ রান খেলে। কোহলি ১৩ বলে করেন ১০ রান। ডি ভিলিয়ার্স ১১ বল খেলে আউট হন ৫ রান করে। কেদার যাদব ৩১ এবং পবন নেগি সর্বোচ্চ ৩২ রান করেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানে অলআউট রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অ্যান্ড্রু তাই ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। রবিন্দ্র জাদেজা নেন ২ উইকেট।
Advertisement
জবাব দিতে নেমে অ্যারোন ফিঞ্চের কাছেই হেরে বসলো বেঙ্গালুরু। ৩৪ বলে ৭২ রানের টর্নেডো ইনিংস খেলেন ফিঞ্চ। ৫টি বাউন্ডারির সঙ্গে মারেন ৬টি ছক্কার মার। ৩০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন রায়না। ১৬ রান করেন ইশান কিশান। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট লায়ন্স।
আইএইচএস/