খেলাধুলা

টস হেরে ব্যাটিংয়ে কোহলি-গেইলের বেঙ্গালুরু

বিরাট কোহলির একাদশের দিকে তাকালে যে কোনো দলের বোলারদের পিলে চমকে ওঠার কথা। বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, ট্রাভিস হেড, মানদিপ সিং। এই ব্যাটিং লাইনআপ দাঁড়িয়ে গেলে কারও রক্ষে নেই।

Advertisement

তবুও, এবারের আইপিএলে কেন যেন বেশ নিষ্প্রভ বেঙ্গালুরু। বিশাল ব্যাটিং লাইনআপ কোনো কাজেই আসছে না। এ কারণেই হয়তো, সাহস করে টস জিতে কোহলি অ্যান্ড কোংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন গুজরাট লায়ন্সের অধিনায়ক সুরেশ রায়না।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ যদি হেরে যায় গুজরাট লায়ন্স, তাহলে পয়েন্ট তালিকায় সেরা চারে উঠে আসা আরও কষ্টকর হয়ে দাঁড়াবে রায়নাদের জন্য। কারণ, ৭ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে। অন্যদিকে ৮ ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট মাত্র ৫। আজ জিততে পারলে কোহলির দলের সামনে সেরা চারে ওঠার পথ অনেকটা উন্মুক্ত হবে।

এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে টস জিতে রান তাড়া করার সাহস দেখালেন গুজরাট অধিনায়ক রায়না।

Advertisement

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ক্রিস গেইল, বিরাট কোহলি, মানদিপ সিং, এবি ডি ভিলিয়ার্স, ট্রাভিস হেড, কুলদিপ যাদব, পবন নেগি, স্যামুয়েল বদ্রি, শ্রিনাথ অরবিন্দ, যোগেন্দ্র চাহাল, অনিরুদ্ধ চৌধুরী।

গুজরাট লায়ন্স : ব্রেন্ডন ম্যাককালাম, অ্যারোন ফিঞ্চ, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, ইশান কিষান, রবিন্দ্র জাদেজা, জেমস ফকনার, অ্যান্ড্রু তাই, বাসিল থাম্পি, নাথু সিং, অঙ্কিত সনি।

আইএইচএস/জেআইএম

Advertisement