সিরাজগঞ্জ শহরের ঢাকা রোডের রেলগেইট এলাকায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়। শুক্রবার ভোররাতে জিন্নাহ মার্কেটের একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাবাসী বলছে বজ্রপাতের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। এলাকাবাসী জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই আগুন একটি ওয়ার্কশপ, একটি ফার্নিচারের দোকান, একটি সেলুনসহ ও একটি বাড়িতে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।দমকল বাহিনী জানিয়েছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে তদন্ত করে প্রকৃত তথ্য জানা যাবে। বাদল ভৌমিক/এমএএস/পিআর
Advertisement