জাতীয়

আইরিশ ও আঙুলের ছাপ ছাড়াই স্মার্ডকার্ড : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়াই স্মার্ডকার্ড বিতরণ করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে স্মার্টকার্ড বিতরণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার ইসির নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

Advertisement

সচিব বলেন, স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম ত্বরান্বিত করতে ভোটারদের চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ বাদ দেয়া হচ্ছে। কমিশন অনুমোদন দিলে কাজ শুরু হবে।

সচিব বলেন, চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ না নিয়ে স্মার্টকার্ড বিতরণ করলে কোনো সমস্যা হবে না। স্মার্টকার্ড দ্রুত বিতরণের জন্য নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

প্রসঙ্গত, ৩ অক্টোবর রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। গত ছয় মাসে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ দিয়ে বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে ১৪ লাখ ৮৩ হাজার ৯৬৩ জন নাগরিক নিজেদের স্মার্টকার্ড সংগ্রহ করেছেন, যা বিতরণযোগ্য ভোটারের ৫৯ দশমিক ৪৮ শতাংশ।

Advertisement

রাজধানীর পাশাপাশি কুড়িগ্রামে বিতরণ শুরুর পর মার্চে চট্টগ্রামে ও এপ্রিলে রাজশাহীতেও কার্যক্রম শুরু হয়েছে। কুড়িগ্রামে বিতরণ হয়েছে ৬১ দশমিক ২৪ শতাংশ, চট্টগ্রামে ৫৮ দশমিক ৩০ এবং রাজশাহীতে ৮০ দশমিক ১৫ শতাংশ।

এইচএস/এএইচ/আরআইপি