তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারো সরাসরি ফোনালাপ হতে পারে।
Advertisement
এর আগেও সাইয়ের সঙ্গে কথা হয়েছে ট্রাম্পের। ১৯৭৯ সালে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটিই ছিল দীর্ঘদিন পরে দু’দেশের রাষ্ট্রপ্রধানের প্রথম ফোনালাপ।
বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ একটি সাক্ষাতকারে সাই রয়টার্সকে জানান, ‘মার্কিন সরকারের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘দু’দেশের মধ্যে কথা হতে পারে। কিন্তু পরিস্থিতি এবং আঞ্চলিক বিষয়ে মার্কিন সরকারের বিবেচনার ওপর এটা নির্ভর করবে।’
Advertisement
তবে এর আগে সাইয়ের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ভালভাবে গ্রহণ করেনি বেইজিং। কারণ তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে। অপরদিকে, চীনের দাবি তাইওয়ান চীনেরই অংশ।
টিটিএন/জেআইএম