দেশজুড়ে

ড্রেজিং-নৌপথ সংরক্ষণে যুক্ত হচ্ছে ২০টি নৌযান

দেশের ৫৩টি নৌপথের ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় ড্রেজিং ও নৌপথ সংরক্ষণে যুক্ত হতে যাচ্ছে বিআইডব্লিউটিএ’র ২০টি নৌযান।

Advertisement

আগামীকাল শুক্রবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান নারায়ণগঞ্জ নদী বন্দর ঘাটে উপস্থিত হয়ে এসব নৌযান উদ্বোধন করবেন।

এদিকে, নৌপথের ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় ড্রেজিং প্রথম পর্যায়ে ২৪টি নৌপথ খনন করা হবে। এগুলো করা হবে মেইনটেইন্যান্স ড্রেজিংয়ের মাধ্যমে। যা প্রথাগত ড্রেজিংয়ের পরিবর্তে নতুন ধারার ড্রেজিং।

এতে নদীর নাব্যতা নিয়মিত রক্ষা হবে। এই পদ্ধতিটি অনেক বেশি ফলপ্রসূ হবে। নৌপরিবহন মন্ত্রী অক্লান্ত পরিশ্রম ও সদিচ্ছায় বিআইডব্লিউটিএ প্রতিনিয়ত আধুনিকায়ন করা হচ্ছে।

Advertisement

জানা গেছে, বাংলাদেশ সরকার (জিওবি)-এর অর্থায়নে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডব্লিউটিএ কর্তৃক দুটি প্রকল্পের সাশ্রয়ী অর্থ দ্বারা সর্বমোট ১৬৭ কোটি টাকা ব্যয়ে ড্রেজিং ও নৌপথ সংরক্ষণ সহায়ক ২০টি নৌযান সংগ্রহ করেছে বিআইডব্লিউটিএ।

ওই দুটি প্রকল্প হচ্ছে ১০টি ড্রেজার, ক্রেনবোট, টাগবোট, অফিসার্স হাউসবোট ও ক্রু হাউসবোটসহ অন্যান্য সরঞ্জামাদি-যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প এবং ৫৩টি নৌপথের ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ে ২৪টি নৌপথ খনন) প্রকল্প।

বিআইডব্লিউটিএ’র সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ নৌপথে বয়া বাতি স্থাপন কাজে বয়া টেন্ডার ভেসেল ব্যবহৃত হয়। প্রকল্পের আওতায় ১টি বয়া টেন্ডার ভেসেল সংগ্রহ করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে বিআইডব্লিউটিএ নীহারিকা। ড্রেজারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি টোয়িংয়ের কাজে টাগ বোটের প্রয়োজনীয়তা অপরিহার্য।

এছাড়া নদীর যেসব স্থানে প্রবল স্রোত সেখানে ড্রেজিং সহায়ক কাজে টাগবোট ব্যবহৃত হয়। প্রকল্পের আওতায় দুটি টাগবোট সংগ্রহ করা হয়েছে যেগুলোর নাম রাখা হয়েছে বিআইডব্লিউটিএ দুর্দান্ত ও দুর্নিবার।

Advertisement

এগুলোর নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে মেসার্স ভোস্তা এলএমজি কর্ণফুলি জয়েন্ট ভেঞ্চার কনসর্টিয়াম লিমিটেড। ড্রেজিং করার পূর্বে নদীর নাব্যতা পরীক্ষা ও ড্রেজিংয়ের পরে খননকৃত মাটির পরিমাণ নিরূপণের কাজসহ হাইড্রোগ্রাফিক জরিপ কাজে সার্ভে ভেসেল ব্যবহৃত হয়।

প্রকল্পের আওতায় ৬টি ইনল্যান্ড সার্ভে ভেসেল সংগ্রহ করা হয়েছে যেগুলোর নাম রাখা হয়েছে বিআইডব্লিউটিএ ইছামতি, ধানসিঁড়ি, ভৈরব, কংস, বালু ও বরাল। খনন কাজ শুরু ও শেষে সার্ভে কাজে সার্ভে অ্যালুমিনিয়াম ওয়ার্কবোট ব্যবহৃত হয়।

প্রকল্পের আওতায় ২টি সার্ভে অ্যালুমিনিয়াম ওয়ার্কবোট সংগ্রহ করা হয়েছে। যেগুলোর নাম রাখা হচ্ছে বিআইডব্লিউটিএ সন্দীপ ও কুতুবদিয়া। ড্রেজিংয়ের সময় পাইপলাইন স্থাপনের কাজনহ ভারী যন্ত্রপাতি ও মালামাল উঠানো নামানোর কাজে ক্রেনবোট ব্যবহৃত হয়।

সংগ্রহকৃত ১টি ক্রেনবোটের নাম রাখা হয়েছে বিআইডব্লিউটিএ খনিকা-২৩। এগুলোর নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে মেসার্স থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেড।

কর্তৃপক্ষের বিভিন্ন জাহাজে বিশুদ্ধ খাবার পানি, জ্বালানি (ডিজেল) ও লুব ওয়েল সরবরাহের জন্য সেলফ প্রপেলড মাল্টি পারপাস ভেসেল ব্যবহৃত হয়। প্রকল্পের আওতায়  ২টি সেলফ প্রপেল্ড মাল্টিপারপাস বার্জ সংগ্রহ করা হয়েছে। যেগুলোর নাম বিআইডব্লিউটিএ বার্জ-১ ও বার্জ-২।

খনন কাজে খনন সহায়ক যন্ত্রপাতি যেমন ফ্লোটিং পাইপ, শোর পাইপ, ফ্লোটার, রাবার হোজ পাইপ ও বল সকেট ইত্যাদি সরবরাহ করার জন্য এ ধরনের বার্জ ব্যবহৃত হয়।

সংগ্রহকৃত ২টি পাইপ কেরিং ডাম্ব বার্জ এর নামকরণ করা হয়েছে বিআইডব্লিউটিএ পাইপ বার্জ-১ ও পাইপ বার্জ-২। এগুলোর নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে মেসার্স টিকে শিপইয়ার্ড লিমিটেড।

উপকূলীয় এলাকা এবং অভ্যন্তরীণ নৌপথের ড্রেজিং কাজের সরেজমিন মনিটরিং জোরদার করার জন্য কেবিন ক্রুজার ব্যবহৃত হয়। সংগৃহীত ৪টি কেবিন ক্রুজারের নামকরণ করা হয়েছে বিআইডব্লিউটিএ কেবিন ক্রুজার-১, কেবিন ক্রুজার-২, কেবিন ক্রুজার-৩ ও কেবিন ক্রুজার-৪। এগুলোর নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে গোল্ডেন ফাইবার গ্লাস।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক একেএম আরিফউদ্দিন বলেন, দুটি প্রকল্পের আওতায় বিআইডব্লিউটিএ কর্তৃক সদ্য সংগৃহীত ড্রেজিং ও নৌপথ সংরক্ষণ সহায়ক ২০টি নৌযান শুক্রবার সকালে উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

এতে করে দেশের নদীপথ খনন ও সংরক্ষণে বিআইডব্লিউটিএ’র কার্যক্রমে আরও গতি ফিরবে বলে তিনি বিশ্বাস করেন। বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশ প্রতিনিয়ত উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।

মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি