যুক্তরাজ্যের ব্যবসায়িক নেতারা তিনদিনের এক সফরে কিউবায় তাদের সহযোগীদের সাথে সাক্ষাত করেছেন। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে একটি ব্যবসায়িক ফোরাম তৈরির পরিকল্পনার অংশ হিসেবে হাভানায় এ বৈঠকের আয়োজন করা হয়। খবর সিনহুয়া।আলোচনায় উভয় দেশের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগীতা জোরদার করতে তাদের সদিচ্ছার কথা নিশ্চিত করেছেন। জ্বালানি, অবকাঠামো ও পর্যটন শিল্পকে সহযোগিতার ক্ষেত্রে অগ্রাধিকারমূলক খাত হিসেবে নির্বাচন করেছেন তারা।লন্ডন চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও ব্যবসায়িক নেতাদের সমন্বয়ে গঠিত ৩০ সদস্যের এ ব্রিটিশ প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ব্রিটিশ উপদ্বীপ ফারনেসের লর্ড হাটন। কিউবা ইনিশিয়েটিভ গ্রুপের প্রেসিডেন্ট তিনি।২০১৪ সালে কিউবার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৪০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন দেশটির বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রনালয়ের কর্মকর্তা পেড্রো লুইস প্যাড্রন। তিনি বলেন, ‘এই পরিস্থিতি আমাদের নতুন কর্মপরিকল্পনা তৈরিতে বাধ্য করেছে, যেটি আমাদের বাণিজ্যিক ভারসাম্য স্থাপন ও কিউবার নতুন পণ্যের বাণিজ্যিকীকরণে সহায়তা করবে।’কিউবার নতুন বৈদেশিক বিনিয়োগ আইন, চলমান অর্থনৈতিক পূনর্গঠনমূলক ব্যবস্থা ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য উপাত্ত উপস্থাপন করা হয় বৈঠকে।এআরএস/পিআর
Advertisement