আন্তর্জাতিক

হরমুজে পাহারা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

হরমুজ প্রণালীতে সকল বাণিজ্য জাহাজকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। দেশটির নৌবাহিনীর জাহাজ এই কাজে মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট। গত শুক্রবার ইরান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি কার্গো জাহাজের পথ আটকানোর পর দেশটি এ সিদ্ধান্ত নেয়। খবর বিবিসি।খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ফলে নতুন করে এ অঞ্চলে উত্তেজনার আশংকা করা হচ্ছে। এর আগে এপ্রিলে ইরান ইয়েমেনে তার মিত্রদের অস্ত্র পাঠাচ্ছে এমন সন্দেহে ঐ অঞ্চলে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।উল্লেখ্য, অবস্থানগত কারণে হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। কেননা আরব সাগর ও পার্সিয়ান গালফের একমাত্র সংযোগ প্রণালী এটি। এই প্রণালীর বেশিরভাগ অংশ ইরানের জলসীমায়। আবার এর দক্ষিণে রয়েছে সৌদি আরব, আরব আমিরাত ও ওমান। মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল পরিবহনে এর তাই ব্যাপক গুরুত্ব।এএইচ/পিআর

Advertisement