১০০ টাকার ৭৯তম প্রাইজ বন্ডের লটারির ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ১০০ টাকা মূল্যমানের ৪১টি সিরিজের এই প্রাইজবন্ডের জন্য প্রতিটি সিরিজের ক্ষেত্রে ৪৬ টি করে সর্বমোট ১৮৮৬টি পুরষ্কার ঘোষণা করা হয়েছে। রোববার ঢাকা বিভাগীয় কমিশন অফিসারের সম্মেলনকক্ষে ৭৮তম এই ড্র অনুষ্ঠিত হয়। ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রমসংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহের এক হাজার ৮৪০টি পুরস্কারের মধ্যে প্রতি সিরিজে ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পেয়েছে ০৬০৮৯৫১ নম্বরের প্রাইজবন্ড। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০২৪৮৭৪৭ নম্বর, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা পেয়েছে দুটি নম্বর ০২৬৪০৯৪ ও ০৫০০৮২৯ এবং চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকার দুটি নম্বর হল ০০৪৭০৮০ ও ০৩৮৩০৯৫। এছাড়াও পঞ্চম পুরস্কার ৪০টি ১০ হাজার টাকার পুরস্কারের ড্র অনুষ্ঠিত হয়েছে। তিন মাস পরপর হিসাব করে ৩১ জানুয়ারি এই ড্র হওয়ার কথা থাকলেও ওই দিন শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রোববার এ ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪০টি সিরিজ যথা-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড এবং খঢ এই ‘ড্র’ এর আওতাভুক্ত। এই সিরিজগুলোর অন্তভুর্ক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে লটারির ফলাফল নিচে দেওয়া হলো-এসআরজে
Advertisement