জাতীয়

নেপালে উদ্ধার ও ত্রাণকার্যে বাংলাদেশ সেনাবাহিনী

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে উদ্ধার ও ত্রাণকার্যে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। এছাড়া ত্রাণ ও উদ্ধারের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত-চীন-পাকিস্তান-ব্রিটেন ও আমেরিকাসহ আরও অনেক দেশ।দক্ষিণ এশিয়ায় নেপালের প্রতিবেশী বাংলাদেশ ভূমিকম্পের ঠিক পরদিনই এয়ারফোর্সের বিমানে করে প্রচুর পরিমাণ রসদ ও সেনা মেডিকেল ইউনিটের সদস্যদের কাঠমান্ডুতে পাঠিয়েছে।বাংলাদেশি সেনা সদস্যরা এখন দেশটির ললিতপুর জেলার দুটি জায়গায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে দুর্গতদের চিকিৎসা করে যাচ্ছেন।উল্লেখ্য, গত শনিবার (২৭ এপ্রিল) ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে নেপাল। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও হাজার হাজার লোক। বিএ/পিআর

Advertisement