সময়টা খুব ভালো যাচ্ছে নাসির হোসেনের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে এ তারকা অলরাউন্ডার। প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকার পর আজ বল-ব্যাট দুটোতেই নজর কাড়া পারফরম্যান্স করেছেন তিনি। তাই ইংল্যান্ডের সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার আগে দারুণ আত্মবিশ্বাসী তিনি। এ আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সামনে আরও এগিয়ে যেতে চান মিস্টার ফিনিশার।
Advertisement
বুধবার সাভারের বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স সম্পর্কে সাংবাদিকদের নাসির বলেন, ‘আপনি যেখানে যেভাবেই রান করেন না কেন এটা আপনাকে আত্মবিশ্বাস বাড়াবেই। প্রিমিয়ার লিগে দেশের বাহির থেকেও অনেক বড় বড় খেলোয়াড় এসে এতো সহজে রান করতে পারে না। এটা খুব কঠিন একটা লিগ। তাই এখানে রান করলে আত্মবিশ্বাস বাড়ে। শুধু আমার বাড়ে না, সবারই বাড়ে। এটা অবশ্যই আমাকে কাজে দিবে।’
গত বারের রানার্স আপ প্রাইম দোলেশ্বরকে হারিয়ে এককভাবে শীর্ষে উঠেছে নাসিরের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এদিন মুমিনুলকে সঙ্গে নিয়ে মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পরা দলকে জয়ের ভিত গড়ে দেন নাসির। তবে আজই গাজীর ডেরা ছাড়তে হচ্ছে তাকে। রাতেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তবে তার যাওয়ার কারণে দলের তেমন কোন ক্ষতি হবে না বলে উল্লেখ করেন এ অলরাউন্ডার।
‘শুধু আমাদের দলের খেলোয়াড়রাই যাচ্ছে না সব দলের যাচ্ছে। ব্যাকআপ খেলোয়াড় আছে। আমাদের ভালো একজন ব্যাটসম্যান বসে আছে। খুব একটা ক্ষতি হবে না। তারপরও কিছু ক্ষতি তো হবেই। আর আমি গেলে আরেকজন নেতৃত্ব দেবে। সে না থাকলে আরেকজন আসবে, এটাই তো নিয়ম।’
Advertisement
ঘরের মাঠে দারুণ পারফরম্যান্স করলেও জাতীয় দলে কোন লক্ষ্য নিয়ে মাঠে নামবেন না নাসির। দলের প্রয়োজনে খেলতে পারাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘ব্যক্তিগত কোন লক্ষ্য নেই। আমি সবসময় দলের জন্য খেলছি। চেষ্টা করি দলের জন্য খেলার। যতটুকু যেটা দরকার হবে সেভাবেই খেলবো।’
আরটি/আইএইচএস/জেআইএম