গ্রামীণফোন তার স্টার গ্রাহকদের বিনামূল্যে `অ্যাভেঞ্জারস: এজ অফ আল্ট্রন` মুভির টিকেট প্রদানে স্টার সিনেপ্লেক্স এর সহযোগী হয়েছে। স্টার গ্রাহকগণ একটি টিকেট ক্রয় করলে বিনামূল্যে আরেকটি টিকেট পাবেন। এই বিশেষ অফার শুধুমাত্র এক সপ্তাহের জন্য (মে ২ থেকে মে ৮, ২০১৫) প্রযোজ্য হবে।মার্ভেলের সর্বশেষ সুপার হিরো সিনেমা “অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন” বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকদের জন্যও মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্স এ। গ্রামীণফোন এ বহু প্রতিক্ষীত সিনেমাটির কমিউনিকেশন পার্টনার।গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার, মার্কেটিং আহমেদ সাকিব বলেন, আমরা সবসময় আমাদের গ্রাহকদের জন্য চমক নিয়ে আসতে চাই এবং বহু প্রতিক্ষীত সিনেমাটির গ্লোবাল প্রিমিয়ারের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের গ্রাহকরা স্টার সিনেপ্লেক্স এই অ্যাভেঞ্জার সিনেমাটি প্রাণ ভরে উপভোগ করবেন বলে আশা করছি।`অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন`, মার্ভেল এর ২০১২ এর জনপ্রিয় সিনেমা `দ্যা অ্যাভেঞ্জার্স` এর পরবর্তী পর্ব এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) এর ১১তম মুভি। এপ্রিল ১৩, ২০১৫ তারিখে লস অ্যাঞ্জেলেস এ `অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন` এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।উলেখ্য, সিনেমাটির কিছু অংশ বাংলাদেশে চিত্রায়িত হয়েছে। চিত্রায়নের অন্যান্য স্থানগুলো হলো দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইতালি এবং যুক্তরাজ্য। গত বছর চট্টগ্রামের ভাটিয়ারি শিপইয়ার্ডে সিনেমাটির কিছু অংশের চিত্রায়ন হয়েছে কিন্তু ব্যাপারটি গোপন রাখা হয়েছিল একটি চুক্তির কারণে।`দ্য অ্যাভেঞ্জারস` সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী সিনেমাগুলোর মধ্যে একটি। ২০১২ সালে মুক্তির পর থেকে সিনেমাটি ১.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছে। ২ ঘন্টার ২১ মিনিট দীর্ঘ `অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন` এর পরিবেশনা করছে ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস।এসএ/বিএ/আরআই
Advertisement