শ্রীলঙ্কা সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠ নামার ঠিক আগ মুহূর্তে হঠাৎই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মর্তুজা। তার অবসর মেনে নিতে পারছেন না কেউ। ভক্তরা মানববন্ধন করছেন। আন্দোলন করছেন। আলোর মিছিল করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আকুতি ফুটে উঠছে। সবারই দাবি টি-টোয়েন্টিতে ফিরিয়ে আনা হোক মাশরাফিকে।
Advertisement
তবে এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার মতে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে মাশরাফি। এ নিয়ে ক্রিকইনফো দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ‘ টসের সময় তার কাছ থেকে এমন ঘোষণা আমি মোটেও প্রত্যাশা করিনি। তবে আমি মনে করি সে সঠিক সময়েই সঠিক সিদ্ধান্তটা নিয়েছে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। সংক্ষিপ্ত এই সংস্করণে দুহাত ভরে দিয়েছেন দলকে। তবে অনেকটা হুট করেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা।
এ বিষয়ে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘মাশরাফির অবসরে আশ্চর্য হইনি। খেলোয়াড় ও কোচিং গ্রুপ অনেক সম্মান দিয়ে থাকে মাশরাফিকে। এটা সে অর্জন করে নিয়েছে। তার মতো খেলোয়াড় জানে কখন অবসর নেওয়া দরকার। আমি মনে করি, মাশরাফি বুঝতে পেরেছিল টি-টোয়েন্টিতে তার সামনে আর ওইরকম চ্যালেঞ্জ নেই। তার মনে হয়েছে অবসর ঘোষণার জন্য ওটাই সেরা সিরিজ।’
Advertisement
এমআর/জেআইএম