রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালেরই একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তিনি মারা যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
Advertisement
ওই চিকিৎসকের নাম খোরশেদ আলম (৪১)। তিনি হাসপাতালের শিশুরোগ বিভাগের কর্মরত ছিলেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, খোরশেদ আলম উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের একটি বাড়ির চারতলায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে।
গত শনিবার (২২ এপ্রিল) নিজের শরীরে ইনজেকশন পুশ আত্মহত্যার চেষ্টা করলে তাকে মুমূর্ষু অবস্থায় ইউনাইটেডে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
এসআই মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য ওই চিকিৎসকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এআর/বিএ