রাজনীতি

সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, তাই জনগণ সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী বলেন, যাদের হাতে রক্তের দাগ এখনো শুকায়নি, তারা কিভাবে রাস্তায় গিয়ে মানুষের কাছে ভোট চায়! জনগণ কি কারণে তাদের ভোট দেবে, তারাতো রাস্তায় পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। শিল্পমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত এখন ২০ দলীয় জোট করে মুসলমানদের দল দাবি করছেন, তাদের আসল চেহারা জনগণ বুঝে গেছে। ইসলামের নামে তারা ইসলামকেই অবমাননা করছেন বলেও জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবু জাফর মো. হেলালুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ আরেফীন। পরে শিল্পমন্ত্রী উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ল্যাপটপ বিতরণ করেন। এমএএস/পিআর

Advertisement