দেশজুড়ে

শার্শায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

যশোরের শার্শা উপজেলায় শিক্ষার মানোন্নয়নে স্কুল ও মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শার্শার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন এসব বিতরণ করেন।এসময় ১৫টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় বেঞ্চ বিতরণ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ল্যাপটপ ও ডেস্কটপ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন, শুধু শিক্ষা উপকরণ উন্নতিকরণ হলে চলবে না, একই সাথে শিক্ষার মানোন্নয়নে শার্শাকে দেশ সেরা করতে সকল ধরনের পদক্ষেপ নিতে হবে। আমরা চাই শুধু শিক্ষা নয়, সু-শিক্ষার উন্নয়ন দেশের অনুকরণীয় হয়ে থাকবে শার্শা। আমরা শিক্ষায় দেশ সেরা একবার হয়েছি। এতে থেমে থাকলে চলবে না, এটা বারবার ছিনিয়ে আনতে হবে। আর এটা করতে যা কিছু সহযোগীতা দরকার সরকারের পাশাপাশি আমার পক্ষ থেকে করা হবে। শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন, সালেহ আহমেদ মিন্টু, বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।এমএএস/পিআর

Advertisement