অর্থনীতি

বাংলাদেশে প্রথম বেল-৪২৯ হেলিকপ্টার আনছে মেঘনা এভিয়েশন

বাংলাদেশে প্রথম বেল-৪২৯ হেলিকপ্টার আনছে মেঘনা এভিয়েশন। সংস্থাটি হেলিকপ্টার সরবরাহ ও পরিবহনের ব্যবস্থা করে থাকে। বেল-৪২৯ দেশজুড়ে সেবা ও ইউটিলিটি চার্টার প্রদান করবে। রোটোক্রাফট এশিয়ায় মেঘনা এভিয়েশনের সঙ্গে চুক্তি হয়েছে।

Advertisement

এশিয়া প্যাসিফিকের বেল হেলিকপ্টারের ব্যবস্থাপণা পরিচালক সামির এ. রেহমান জানিয়েছেন, বাংলাদেশি অপারেটররা দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারের প্রতি আগ্রহী হচ্ছে। এতে করে তারা আরো ভালোভাবে কাজ করতে পারবে।

তিনি আরো বলেন, এটা আমাদের জন্য গর্বের বিষয় যে, বাংলাদেশে বেল-৪২৯ হেলিকপ্টার সেবা দেবে মেঘনা এভিয়েশন।

বেল ৪২৯ হচ্ছে বেল ৪০৭জিএক্স হেলিকপ্টারের পরিপূরক। বর্তমানে মেঘনা এভিয়েশন বেল ৪০৭জিএক্স অপারেট করছে।

Advertisement

টিটিএন/এমএস