সংবাদ সংগ্রহের প্রতিটি ধাপেই রাখতে হয় সাহসী ভূমিকা। টিভি কিংবা পত্রিকা সবখানেই সাংবাদিকদের হতে হয় সৎ এবং বলিষ্ঠ। পেশাগত এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের মুখোমুখি হতে হয় অনেক বাধা ও বিপত্তির।এসব বাধা-বিপত্তি পেরিয়েই প্রতিনিয়িত সংবাদ সংগ্রহে ছুটে চলেন সাংবাদিকরা। আলোড়ন করা সংবাদ পরিবেশন করে ইতিহাসের স্বাক্ষী হয়েও রয়েছেন অনেক গুণী সংবাদিক। আবার সৎ এবং সাহসী ভূমিকা পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। কিন্তু তাদের মৃত্যু রহস্য; গল্প-কাহিনীই হয়ে থাকে। রহস্যের গল্পেই থেকে যায় শেষ পর্যন্ত।তবুও থেমে নেই তারা। ছুটে চলেছেন অবিরাম। এমনই ছুটে চলার কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য রিপোর্টার’। ফিল্মটি নিবেদন করছে ‘গ্লোরিয়াস বিউটি কেয়ার এন্ড স্পা’।একে আজাদ সানির রচনায় চলচ্চিত্রটি পরিচালনা করছেন খ্যাতনামা পরিচালক মনির হোসেন জীবন। পরিচালক জানালেন, এর শুটিং শুরু হচ্ছে ১ মে থেকে।সম্প্রতি ভোরের কাগজ কনফারেন্স হলে আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে যাত্রা শুরু করেছে ‘দ্যা রিপোর্টার’। সেখানে ঘোষণা করা হয় চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে একে আজাদ সানি ও তামান্না জুলির নাম।এতে আরো অভিনয় করছেন তৌফিক অপু, আঞ্জুমান আরা, কয়েনা চেধুরী অনন্যা, মহাসিন আলম, ডাক্তার নাঈম, অধরা রিয়া, নিরঞ্জন নিরু, জিল্লুর কামাল, আতিকুর রহমান, নওশের, আবদুল করিম সোহাগ, সামির রহমান প্রমুখ। ছবিটির গানের কথা লিখেছেন ওমর ফারুক। কণ্ঠ দিয়েছেন আদনান ও ফারাবি।এলএ/আরআই
Advertisement