বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ভাঙচুরের পর তা মেরামত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে গণপূর্ত ভবনের পিডব্লিউডি`র কর্মচারী তুহিন মেরামতের কাজ করেন।এর আগে বুধবার গভীর রাতে সমাধির ১০টি টাইলস খুলে ফেলে দুর্বৃত্তরা। তবে কে বা কারা সমাধি ভাঙচুর করেছে তা বলতে পারেননি শেরে বাংলা থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস।সরেজমিনে দেখা গেছে, সমাধির দক্ষিণ পাশে ১০টি টাইলস এর মধ্যে ৫টি পুরোপুরি তুলে ফেলা হয়। বাকী ৫টি টাইলস অর্ধেক করে তুলে ফেলা হয়েছে। পরবর্তীতে গণপূর্ত ভবনেই এই কর্মচারী ফেভিকল ও ব্রাশ দিয়ে এগুলো পুনরায় লাগিয়ে দেন। ।এদিকে এই ঘটনার পর দুপুর পর্যন্ত জিয়ার সমাধিতে বিএনপির কোন নেতাকে আসতে দেখা যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাধির চারপাশে সতর্ক অবস্থায় রয়েছেন।# জিয়ার সমাধি ভাঙচুরএমএম/এআরএস/আরআইপি
Advertisement