বিনোদন

শাকিবকে নিয়ে ছবি না করার আহ্বান পরিচালক সমিতির

চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ‘ছবি নির্মাণ না করার আহবান’ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সোমবার (২৪ এপ্রিল) পরিচালক সমিতি থেকে এক নোটিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

পরিচালকদের মানহানি করে অসম্মানজনক বক্তব্য দেয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টির সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত শাকিব খান এই ‘নিষেধাজ্ঞা’র কবলে থাকবেন। কিন্তু সম্মানজনক সুরাহা কেমন করে হবে বা কতদিনের মধ্যে হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই উল্লেখ নেই পরিচালক সমিতির নোটিশে।

চিঠিটি স্বাক্ষর করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। গত সপ্তাহে শাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালকদের ‘বেকার’ বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান ‘নাম্বার ওয়ান শাকিব খান’ ছবির পরিচালক বদিউল আলম খোকন।

খোকন বলেছিলেন, ‘শাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পরিচালকদের এভাবে বেকার বলে ছোট করতে পারেন না। তিনি যা বলেছেন তা অবমাননাকর।’

Advertisement

সম্প্রতি পারিবারিক বিতর্কের জের ধরে শাকিব খান একাধিক সংবাদমাধ্যমে প্রসঙ্গক্রমে শাকিব বলেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?’

পরিচালকদের ‘বেকার’ বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।এনই/এলএ