দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ফ্রান্সের কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতা মেরিন লে পেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে এগিয়ে রয়েছেন কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতা মেরিন লে পেন এবং উদার মধ্যপন্থী নেতা এমানুয়েল ম্যাক্রোঁ। প্রথম দফার ভোটে লে পেন পেয়েছেন ২১ দশমিক ৪ ভাগ ভোট। অপরদিকে এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ২৩ দশমিক ৯ ভাগ ভোট।
Advertisement
আগামী ৭ মে দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন লে পেন এবং এমানুয়েল ম্যাক্রোঁ। দ্বিতীয় দফার ভোটের আগেই নিজেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন লে পেন।
ফ্রান্স টু টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি দলীয় বিবেচনার ঊর্ধ্বে থাকতে চাই।’
বিভিন্ন মতামত এবং বিশ্লেষণ বলছে, এখন পর্যন্ত নির্বাচন ম্যাক্রোঁর অনুকূলেই রয়েছে। প্রথম দফার ভোটেও তিনিই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। কিন্তু লে পেন তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আমরা জিততে পারি, আমরা জিতব।’
Advertisement
টিটিএন/জেআইএম