জাতীয়

সিটি নির্বাচনে ভোট কারচুপির তদন্ত চায় ইইউ

আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য রাষ্ট্র ও সংস্থার মতো ২৮ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদ্য সমাপ্ত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপি ও ভীতি প্রদর্শনসহ যাবতীয় অনিয়মের পূর্ণ তদন্ত দাবি করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ মুখপাত্র বলেছেন, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ একটি নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত আহ্বান সত্ত্বেও কারচুপি, ভীতিপ্রদর্শন ও সহিংসতাময় ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয়ে ইইউ’র কাছে বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র। তিনি বলেন, কলঙ্কিত ওই নির্বাচনে ভোটারদের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। নির্বাচনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বর্জন করেছে। ব্রাসেলস থেকে প্রকাশিত ওই বিবৃতিতে ইইউ মুখপাত্র সিটি নির্বাচনে সংঘটিত যাবতীয় অনিয়ম ও সহিংসতার পূর্ণতদন্ত দাবি করেছেন। তিনি আরও বলেন, এখন অবশ্যই এসব ঘটনার তদন্ত করতে হবে। বিবৃতিতে উদ্ভুত পরিস্থিতিতে আগামী দিনে সহিংসতা থেকে সব রাজনৈতিক দল বিরত থাকবে। একইসঙ্গে নিজেদের মধ্যে উত্তেজনা কমাবে এবং বাংলাদেশের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে গঠনমূলক পথে চলবে বলে আশা করা হয়।এআরএস/আরআইপি

Advertisement