বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে শতভাগ পাস দেখাতে মৌখিক `নির্দেশনা` দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি বোর্ড দফতরে সরেজমিন খোঁজখবর নিয়ে এ তথ্য জানা গেছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের বেশি নম্বর দিলে, পাসের হার বেশি দেখালে শিক্ষককে পুনর্মূল্যায়নের জন্য নিরীক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হবে। মূল্যায়নের উদ্দেশ্যে শিক্ষকদের খাতা বিতরণের পূর্বে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকরা মৌখিক বিবৃতিতে এমন নির্দেশনা দিয়েছেন বলে শিক্ষকরাই জানিয়েছেন।সূত্র জানায়, ২২ এপ্রিল থেকে ২০১৫ সালের এইচএসসি বিএম শাখার খাতা মূল্যায়নের উদ্দেশ্যে বিতরণ চলছে। সেখানে গেলে খাতা নিতে আসা শিক্ষকরা জানান, খাতা বিতরণের পূর্বে মৌখিক বিবৃতিতে বলা হয়েছে, `পরীক্ষার্থীদের শতভাগ পাস করানোর চেষ্টা করতে হবে। ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় ২০ পেলেই পাস। কিন্তু কেউ ১৭ পেলেই তাকে পাস করিয়ে দিতে হবে। আবার কেউ যদি ১২ও পায় তবে তাকে গ্রেস দিয়ে ১৫ নম্বর দিতে হবে। যাতে পুনর্মূল্যায়নের সময় দ্বিতীয় দফায় তাকে নম্বর গ্রেস দিয়ে ২০ নম্বর দিয়ে পাস করানো যায়। কোনো শিক্ষার্থী লিখিত ৬০ নম্বরের মধ্যে ৪০ পেলে শিক্ষার্থীর প্রতিষ্ঠান শিক্ষকের ব্যবহারিক ৪০ নম্বরের মধ্যে পূর্ণ নম্বর দিয়ে ৮০ মার্ক করে এ প্লাস করে দেবেন।জয়পুরহাট জেলা থেকে খাতা নিতে আসা এক শিক্ষক এ প্রতিবেদকের কাছে বলেন, গতবারও এমন নির্দেশনা ছিল। বুধবার দুপুর ১টার দিকে দ্বিতীয় দফায় খাতা বিতরণের জন্য শিক্ষকদের উদ্দেশ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকরা মৌখিক নির্দেশনা দিয়ে বলেন, যেসব শিক্ষক গতবার সি ও ডি গ্রেড বেশি দিয়েছিলেন তাদের খাতা দেওয়া হবে না। যারা এ ও বি গ্রেড বেশি দিয়েছেন তাদের খাতা দেওয়া হচ্ছে। ভালোভাবে মূল্যায়ন করলে পুনর্মূল্যায়নের জন্য নিরীক্ষকের দায়িত্ব পাবেন। তবে এ বিষয়ে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. নিজাম উদ্দিন বলেন, পাসের হার বেশি দেখাতে নয়, খাতা ভালোভাবে মূল্যায়ন করতে বলা হয়েছে।এএইচ/আরআইপি
Advertisement