রাজনীতি

লজ্জা থাকলে সরকার আর ক্ষমতায় থাকত না

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, ‘ন্যুনতম হায়া-লজ্জা থাকলে এই সরকার আর এক মুহূর্ত ক্ষমতায় থাকত না।ঝিনাইদহে ডা. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সকালে ২০ দলীয় জোটের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তরিকুল ইসলাম বলেন, ‘এ অবৈধ সরকার সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং বিচারপতিদের অভিশংসন ক্ষমতা অনির্বাচিত সংসদের হাতে নেওয়ার মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নিজেদের মধ্যে ঐক্য এনে, বিভাজন দূর করে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।এতে সভাপতিত্ব করেন বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মসিউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, জয়ন্ত কুমার কুন্ডু, মনির খান প্রমুখ।কর্মীসভায় ২০ দলীয় জোটের ৬ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজার রাজত্বে শাসন থাকে, কিন্তু এ সরকারের রাজত্বে শাসন নেই আছে শুধু নির্যাতন, জুলুম, হত্যা, লুটপাটসহ নানা অপকর্ম, বঞ্চনা ও প্রবঞ্চনা। এই প্রবঞ্চক সরকারের হাত থেকে জনগণ মুক্তি পেতে চায়। তাই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

Advertisement