চোট নিয়ে মাঠ ছেড়েছেন। খুলনা টেস্টের দ্বিতীয় দিনে আঘাত পাওয়া বাংলাদেশের টেস্ট অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের চোট গুরুতর নয় বলেই টিম সূত্রে জানা গেছে। এক্সরেতে তার ডান হাতের অনামিকায় কোনো চিড় পাওয়া যায়নি বলে জানিয়েছেন টাইগার দলের গণমাধ্যম ব্যবস্থাপক। বুধবার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের ইনিংসের ৩৫তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান মুশফিক। অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন তখন ২৮ রানে থাকা আজহার আলি। মুশফিক ক্যাচটি নিতে তো পারেননিই, উল্টো ডান হাতের অনামিকায় চোট পান। এরপর শহীদের সেই ওভার’সহ শুভাগতের পরের ওভারেও উইকেটের পেছনে থাকলেও পানি পানের বিরতির সময় মাঠ ছেড়ে যান মুশফিক। তার পরিবর্তে অধিনায়কত্ব করেন সহ-অধিনায়ক তামিম ইকবাল। আর গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ান উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। তবে চোট গুরুতর না হলেও আঙ্গুলে ব্যথা রয়েছে তার। বরফ ও পেইন কিলার দিয়ে ব্যথা দূর করার চেষ্টা করা হচ্ছে। কাল নাগাদ অধিনায়কের সম্পূর্ণ ফিট হয়ে যাওয়ার আশাও করছে টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, ১ উইকেটে ২২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। এর আগে প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। চোট পাওয়া ছাড়া দিনের অন্য সময়টিও ভালো যায়নি বাংলাদেশ অধিনায়কের। ব্যাটিংয়ে ভুল করেছেন। অতিরক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়ে পাকিস্তানকে প্রচুর সিঙ্গেলস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এতে তারা উইকেটে সেট হওয়ার সুযোগ পেয়েছে। সাথে দুটি ক্যাচ ফেলেছেন মুশফিক। যার একটিতেই চোট বয়ে এনেছেন।এসআরজে
Advertisement