আইন-আদালত

যৌন হয়রানি মামলায় সর্বোচ্চ সাজা প্রদান

রাজধানীর মানিকনগরে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় সেলিম নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

Advertisement

যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় এটিই সর্বোচ্চ শাস্তির রায় বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি (পিপি) আলী আজগর স্বপন।

সোমবার ঢাকার ৫নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মানিকনগর মডেল হাইস্কুলের সামনে বিদ্যালয় ছুটির পর ভিড়ের ভেতর ঢুকে ছাত্রীদের যৌন নির্যাতন করত সেলিম। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা বিষয়টি জানতে পেরে একদিন ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে থানায় খবর দেন।

Advertisement

ওই ঘটনায় ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর মুগদা থানায় মামলা দায়ের করা হয়। একই বছর ২১ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করা হয়। প্রায় সাড়ে তিন বছর পর সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে সোমবার মামলার রায় ঘোষণা করা হয়।

জেএ/এমএআর/পিআর