খেলাধুলা

ভারতের দাপুটে জয়

টেস্ট সিরিজ জেতার পর বেশ ফুরফুরে মেজাজে ছিল ইংল্যান্ড। কিন্তু সেটা স্থায়ী হয়নি। কারণ, প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে তারা ১৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে ভারতের কাছে।টস জিতে সফরকারী ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ভারত ধাক্কা খেলেও সুরেশ রায়নার ৭৫ বলে করা অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ভালো একটা সংগ্রহের ভিত পায়। শেষ পর্যন্ত মাহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার অর্ধশতকের সুবাদে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করে।ইংল্যান্ড ৩০৫ রানের জয়ের লক্ষ্যে মাঠে নামার আগেই বৃষ্টি এসে বাগড়া দেয়। শেষ পর্যন্ত যখন ম্যাচ মাঠে গড়ায় তখন বৃষ্টি আইনে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৭ ওভারে ২৯৫। এই টার্গেট তারা করতে নেমে শুরুটা ভালো হলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ পর্যন্ত তারা অলআউট হয়ে যায় ১৬১ রানে। ফলে ভারত জয় পায় ১৩৩ রানের বড় ব্যবধানে।বল হাতে রবীন্দ্র জাদেজা নেন ৪ উইকেট। এ ছাড়া মোহাম্মদ শামি ও অশ্বিন নেন ২টি করে উইকেট। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস ওয়াকস ৪টি উইকেট নেন। জেমস ট্রেডওয়েল নেন দুটি উইকেট।

Advertisement