জাতীয়

নির্বাচন বিশ্বাসযোগ্য নয় : ইলেকশন ওয়ার্কিং গ্রুপ

অনিয়মের কারণে তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে বিশ্বাসযোগ্য মনে করে না ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজিসি)। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইডব্লিউজিসি আয়োজিত ‘তিন সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক প্রাথমিক বিবৃতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির পরিচালক ড. মুহাম্মদ আব্দুল আলিম একথা জানান।লিখিত বক্তব্যে তিনি বলেন, পর্যবেক্ষণকৃত ৬১৯টি কেন্দ্রের মধ্যে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রেই অনিয়ম হয়েছে।  নির্বাচন উল্লেখযোগ্য মাত্রায় অনিয়ম এবং সহিংসতায় ভরপুর ছিল। ভোটে বিপুলসংখ্যক ব্যালট ছিনতাই করে সিল মারা, ভয়ভীতি প্রদর্শন, ভোট বাক্স দখল এবং নির্বাচনি সহিংসতার ঘটনা পরিলক্ষিত হয়েছে। তিনি আরো বলেন, এসব অনিয়মের প্রতিটি ঘটনাই ভোট গ্রহণকারী কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা, স্বীকৃত পর্যবেক্ষক, প্রার্থীর এজেন্ট এবং নিরাপত্তা বাহিনির সামনেই ঘটেছে।নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সততা ক্ষুন্ন হওয়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে তিনি বলেন, নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের গতিবিধি নির্দিষ্ট করতে, কয়েকটি ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে কিছু বিধি-নিষেধ আরোপ করে। কোনো নোটিশ না দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষক কার্ড প্রদানে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। নির্বাচনে যেসব জালিয়াতি হয়েছে তা নির্বাচনী ফলাফলকে পরিবর্তনের উদ্দেশ্যে করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন- ইডব্লিউজিসির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, তালেয়া রহমান, কামর“ল হাসান মঞ্জু প্রমু।এএইচ/আরআইপি

Advertisement