খেলাধুলা

মঙ্গলবারই দেশে ফিরছেন মোস্তাফিজ!

আইপিএলের প্রথম দুই ম্যাচ মিস করেছিলেন শ্রীলঙ্কা সিরিজ থাকার কারণে। শ্রীলঙ্কা থেকে দেশা ফেরার পর এক সপ্তাহ বিশ্রাম নিয়ে অবশেষে আইপিএল খেলতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। গিয়েই পরদিন মাঠে নেমেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ২.৪ ওভার বল করে রান দিয়েছিলেন ৩৪টি।

Advertisement

এরপর থেকেই সানরাইজার্স হায়দরাবাদ দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। একের পর এক উপেক্ষার শিকার হতে হতে অবশেষে মোস্তাফিজ সিদ্ধান্তই নিলেন দেশে ফিরে আসার। ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ থেকে শুরু করে কয়েকটি ভারতীয় মিডিয়া ক্রিকইনফোর বরাত দিয়ে প্রকাশ করেছে এ খবর।

তবে মোস্তাফিজ দেশে ফিরে আসার কারণ হিসেবে দেখাচ্ছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে। আগামী মঙ্গলবারই (২৫ এপ্রিল) দেশে ফিরে আসার কথা রয়েছে তার। ২৬ তারিখ আবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কন্ডিশনিং ক্যাম্প করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল লন্ডনের উদ্দেশে বিমানে ওঠার কথা রয়েছে। আয়ারল্যান্ডে তিন জাতি সিরিজের আগে সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল।

আইপিএলে খেলা বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল মে মাসের শুরুর দিকে; কিন্তু সানরাইজার্সের হয়ে বেকার বসে না থেকে দলের সঙ্গে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প করাকেই ভালো মনে করলেন মোস্তাফিজ। এ কারণেই দেশে ফিরে আসছেন তিনি। যাতে ২৬ তারিখ আবার দলের সঙ্গে লন্ডনের বিমান ধরতে পারেন।

Advertisement

কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিব আল হাসানকেও তার ফ্রাঞ্চাইজি বলতে গেলে পুরো টুর্নামেন্টেই বসিয়ে রেখেছে। মাঝে একটি ম্যাচে খেলার সুযোগ দিলেও ওই ম্যাচে সাকিব ছিলেন নিষ্প্রভ। আগামী ম্যাচগুলোতেও যে তিনি সুযোগ পাবেন সে নিশ্চয়তা নেই। এ কারণে সাকিবও লন্ডনে গিয়ে দলের সঙ্গে ৪ মে যোগ দেয়ার কথা রয়েছে। কন্ডিশনিং ক্যাম্প না করলেও তার উদ্দেশ্য, প্রস্তুতি ম্যাচগুলো খেলা।

আইএইচএস/পিআর