জাতীয়

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, হাওরে বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে তিনি জানান, বাঁধের চেয়ে পানির উচ্চতা বেশি হওয়ায় হাওর এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।

Advertisement

রোববার সচিবালয়ে হাওরের বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, হাওরের বাঁধের উচ্চতা সাড়ে ৬ মিটার। আর এবার পানির উচ্চতা ছিল ৮ দশমিক ১ মিটার। গত ২০ বছরে এমন হয়নি।

আনিসুল ইসলাম বলেন, গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চারদিনে পানির সমতল সিলেটে প্রায় সাড়ে ৮ মিটার ও সুনামগঞ্জে ৫ মিটার বেড়েছে। আর কখনও এমনটা বাড়েনি। পানির উচ্চতার জন্য বন্যা হয়েছে।

Advertisement

এমইউএইচ/বিএ/এমএস