খেলাধুলা

আইপিএল থেকে বাদ সুনীল নারিন

বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় সুনীল নারিন আর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল করতে পারবেন না। বোলিং অ্যাকশন নিয়ে আবার বিতর্কের পরই এমনই নিষেধাজ্ঞা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।এর আগে গত ২২ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচের পর রিপোর্টে সুনীল নারিনের বোলিং নিয়ে সন্দেহপ্রকাশ করেন আম্পায়াররা। এরপরই নারিনকে ফের একবার চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। পরে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর এ সিদ্ধান্ত নেন।বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেন, নারিনের বোলিং অ্যাকশন আইপিলের আইনের ২৪.২ নম্বর ধারার বিরুদ্ধে যাচ্ছে। ফলে তিনি আইপিএল বা ভারতীয় বোর্ড পরিচালিত কোনও টুর্নামেন্টে বল হাতে নামতে পারবেন না।এর আগে গত ৫ এপ্রিল দীর্ঘ টালবাহনার পর নাইট সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে নারিনকে আইপিএলের অষ্টম সংস্করণে খেলার ছাড়পত্র দেয় বিসিসিআই। সেই চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র মেডিক্যাল কলেজেই নারিনের বোলিং টেস্ট হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখেই তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়।প্রসঙ্গত, গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ সময় নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে ধরা পড়ে৷ তারপর ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলেও ছিলেন না তিনি। এরপর মার্চ মাসে আইসিসি নারিনকে খেলার ছাড়পত্র দিলেও ভারতীয় বোর্ড তাঁকে ফের এরবার বোলিং টেস্ট করতে বলেছিল।এমআর/আরআইপি

Advertisement