দেশজুড়ে

হাওরের পানিতে তেজস্ক্রিয়তার প্রমাণ মেলেনি

হাওরের পানিতে এখন পর্যন্ত তেজস্ক্রিয়তার কোনো প্রমাণ মেলেনি। প্রাথমিক পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছেন আনবিক শক্তি কমিশন প্রতিনিধি দল।

Advertisement

তারা জানিয়েছেন, ঢাকায় আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। রোববার সকালে সুনামগঞ্জের দেখার হাওরের পানি পরীক্ষা শেষে এ তথ্য দিয়েছেন প্রতিনিধি দলের প্রধান ড. দিলীপ কুমার সাহা।

তারা দেখার হাওরে পানিতে নেমে দীর্ঘক্ষণ তেজস্ক্রিয়তা পরীক্ষা করেন। শেষে ড. দিলীপ কুমার সাহা সাংবাদিকদের জানান, দেখার হাওরের পানিতে তেজস্ক্রিয়তার কোনো প্রমাণ মেলেনি। পরিবেশে স্বাভাবিকভাবে ০.২০ মাত্রার তেজস্ক্রিয়তা থাকে সেক্ষেত্রে হাওরে রয়েছে ০.১০ যা প্রায় অর্ধেক।

আণবিক শক্তি কমিশনের সদস্য ড. দিলীপ কুমার সাহার নেতৃত্বে থাকা এ দলের অন্যান্য দুই সদস্য হলেন, ড. বিলকিস আরা বেগম এবং কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীস পাল।

Advertisement

এছাড়া শনিবার হাওরের পানি পরীক্ষা-নিরীক্ষা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তারা পানিতে ইউরেনিয়ামের উপস্থিতির বিষয়টি নাকচ করেছেন।

রাজু আহমেদ রমজান/এফএ/এমএস