দেশজুড়ে

বাসায় গিয়ে অধ্যক্ষকে পেটালেন শিক্ষকরা!

লালমনিরহাটের হাতীবান্ধায় একদল শিক্ষক বাসায় ঢুকে অধ্যক্ষে পিটিয়ে আহত করেছেন। গুরতর আহত অবস্থায় অধ্যক্ষকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে হাতীবান্ধা ডাকবাংলো সংলগ্ন অধ্যক্ষ ইউনুচ আলীর বাসায় এ ঘটনা ঘটে। এদিকে বাড়িতে ঢুকে অধ্যক্ষকে পিটিয়ে আহতের ঘটনায় হাতীবান্ধা মডেল কলেজের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা হতাশ ও ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। অনেকেই এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি তুলেছেন।          প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে হাতীবান্ধা মডেল কলেজের কয়েকজন শিক্ষক হঠাৎ করেই ওই অধ্যক্ষের বাসায় ঢুকে তাকে গালিগালাজ শুরু করেন। এসময় তিনি প্রতিবাদ জানালে তাকে মারধর করেন তারা। পরে তাকে আহত অবস্থায় হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়।এসময় আহত অধ্যক্ষ ইউনুচ আলী সাংবাদিকদের বলেন, তার কলেজের হামিদুলের নেতৃত্বে কয়েকজন শিক্ষক আকস্মিক ভাবে বাসায় ঢুকে মারধর করেছে। এসময় তিনি মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন।এ ব্যাপারে হামিদুল আলম মারধরের বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ওই অধ্যক্ষ একজন দুর্নীতিবাজ ও চাকরির নাম করে অনেকের টাকা আত্মসাত করেছেন। তাই তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়েরে বিষয়টি নিশ্চিত করেছেন।এমএএস/আরআইপি

Advertisement